তৈমুরের নিরাপত্তায় দেহরক্ষী!

By স্টার অনলাইন রিপোর্ট

ভারতে তারকা-শিশু হিসেবে তৈমুর আলি খানের নাম সবার উপরে। বলিউড অভিনয়শিল্পী কারিনা কাপুর ও সাইফ আলি খান দম্পতির এই পুত্র তার জন্মের শুরু থেকেই পড়ে যায় পাপারাজ্জিদের কবলে। পাতৌদির এই ‘ছোট নবাব’ আগামী ডিসেম্বরে উদযাপন করবে তার দ্বিতীয় জন্মবার্ষিকী। কিন্তু, সেই শিশুপুত্রের জন্যে দেহরক্ষী রাখার কথা চিন্তা করছেন তার মা-বাবা।

এক সময় তৈমুরের মা কারিনা বলেছিলেন, জনপ্রিয়তার দিক থেকে তার ছেলে বলিউড শীর্ষ অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গেও প্রতিযোগিতা দিতে পারে। কেননা, পরিচারিকার সঙ্গে প্লেস্কুলেই হোক আর মা-বাবার সঙ্গে বিমানবন্দরেই হোক তৈমুরকে কোনোভাবেই রক্ষা করা যাচ্ছে না ছবি শিকারিদের হাত থেকে।

এর সঙ্গে বেড়েছে তৈমুরের সঙ্গে বিভিন্নজনের সেলফি তোলার প্রবণতাও।

খান দম্পতির আশঙ্কা, তৈমুর এখনো জনপ্রিয়তার বিষয়টি বুঝতে শেখেনি। তাই তার স্বাভাবিক চলাফেরা বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে ছেলের সার্বিক নিরাপত্তার জন্যে দেহরক্ষী রাখার কথা ভাবছেন কারিনা ও সাইফ।

তথ্যসূত্র: এনডিটিভি