উচ্ছ্বাসে ‘জীবনের জয়গান’

By স্টার অনলাইন রিপোর্ট

celebrating life Narail
২০ সেপ্টেম্বর নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে ‘জীবনের জয়গান’ উৎসব উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাব্বত আলী। ছবি: স্টার

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে উচ্ছ্বাস ছড়ালো ‘জীবনের জয়গান’ উৎসব। আজ (২০ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় দিনব্যাপী এই অনুষ্ঠান।

আয়োজনের অংশ হিসেবে কলেজের ক্যাম্পাসে চলে স্থিরচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহাব্বত আলী। সেসময় কলেজের অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের সময় ড. মোহাব্বত আলী এমন আয়োজনের প্রশংসা করেন। তিনি আশা করেন, আগামী বছরে থেকে তার কলেজের শিক্ষার্থীরা ‘জীবনের জয়গান’ উৎসবের প্রতিযোগিতায় শুধু অংশগ্রহণই করবে না, তারা অর্জন করবে পুরস্কার।

celebrating life Narail
নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজে আয়োজিত ‘জীবনের জয়গান’ উৎসবের অংশ হিসেবে স্থিরচিত্র প্রদর্শনী দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ছবি: স্টার

স্থিরচিত্র প্রদর্শনীতে স্থান পায় ৪৩টি পুরস্কারপ্রাপ্ত ছবি। এছাড়াও, থাকে চারটি চলচ্চিত্র দেখানো ব্যবস্থা। আয়োজনটি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি করে।

সকাল ৯টায় শুরু হওয়া উৎসবটি চলে বিকাল ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, এ বছর ‘জীবনের জয়গান’ উৎসব ১১তম বছরে পড়েছে। এ বছর প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ১২ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘জীবনের জয়গান’ উৎসব