কলকাতা মেডিকেল কলেজে আগুন, পুড়ে গেছে এক মাসের ওষুধ!

By কলকাতা প্রতিনিধি

কলকাতা মেডেকেল কলেজ হাসপাতালের সবচেয়ে প্রাচীন ভবনের এমসিএইচ অংশে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ভারতীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে এই আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আগুনে অন্তত একমাসের ওষুধ পড়ে ছাই হয়েছে বলে জানা গিয়েছে।

আগুন লাগার খবর পেয়ে আধা ঘণ্টার মধ্যে সেখানে দমকল পৌঁছায় এবং আগুন নেভানোর চেষ্টা শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর আগুন আয়ত্তে আসে। আগুন নেভাতে সহযোগিতা করে পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরাও।

তবে এর আগে হাসপাতালেও ওই ভবন থেকে প্রায় ২৫০ জন রোগীকে অন্য ভবনে সরিয়ে নেওয়া হয়। অনেক রোগী নিজেরাই হেটে সরে পড়েন। আবার রোগীর স্বজনরাও কোনও রকমে নিজের চেষ্টায় রোগীদের বাইরে নিয়ে যান। ওই ভবনের অনেক রোগীকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

cmm-star.jpg
আগুন লাগার পর এইভাবেই চাদড়ে মুড়িয়ে রোগীদের বাইরে বের করে আনা হয়। ছবি: স্টার

এমসিএইচ অংশে হৃদরোগ, মেডিসিনের পুরুষ ও নারী বিভাগ রয়েছে। ওই ভবনের নিচে রয়েছে ফার্মাসি বিভাগ। এমনকি একটি ওষুধের গোডাউনও রয়েছে সেখানে।