ই-মেইলে গম্ভীরকে প্রাণনাশের হুমকি

By স্পোর্টস ডেস্ক

ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। দুটি ই-মেইলে হুমকি পাওয়ার পর তার পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ২২ এপ্রিল ই-মেইলে হুমকি পান গম্ভীর। এই ক্রিকেটার ও কোচ খেলা ছাড়ার পর একবার ভারতীয়  জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্যও ছিলেন।

হুমকি পাওয়ার পর দিল্লির রাজিন্দর নগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) হার্শা বর্ধন এই খবর নিশ্চিত করে বলেন, 'গৌতম গম্ভীরের ব্যবহৃত ই-মেই আইডিতে এমন হুমকি দেওয়া হয়েছে বলে আমাদের অবগত করা হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করছি।'

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসীরা ২৬ জন পর্যটককে হত্যা করার দিনই জিমেইল একাউন্টের মাধ্যমে হত্যার হুমকি পান গম্ভীর।

অবশ্য এবারই প্রথম নয়, ২০২১ সালেও একইভাবেই হত্যার হুমকি পেয়েছিলেন গম্ভীর। তখন তার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিলো।