ধরে খেলার বার্তা পেয়েই তালগোল পাকান পান্ত!

By স্পোর্টস ডেস্ক

একেকজন খেলোয়াড়ের খেলার ধরণ একেকরকম। কোন কোন খেলোয়াড় নিজের ধরণের বাইরে গেলেই সংশয়ের দোলাচলে পড়ে খেই হারিয়ে ফেলেন। হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ সেঞ্চুরি করা রিশভ পান্তেরও হয়েছে এমনটাই, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীনেশ কার্তিকের তো তা-ই ধারণা।

হাফ ডজন ছক্কায় সেঞ্চুরি করা পান্ত ছুটছিলেন তার মতন করে। ছক্কায় উড়িয়ে সেঞ্চুরিতে পৌঁছে ব্ল্যাকফ্লিপে সারেন চেনা উদযাপন। এরপরও এগুতে থাকেন দুর্বার গতিতে।

অধিনায়ক শুবমান গিল দেড়শোর কাছে গিয়ে আউট হতেই বিপত্তি, লম্বা সময় পর ফেরা করুন নায়ার রানের খাতা খুলার আগেই বিদায়। জোড়া ধাক্কার পর অ্যাপ্রোচ বদলে টিকে থাকার চেষ্টা করেছিলেন পান্ত। তা করতে গিয়েই জশ টংয়ের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ১৩৪ রান করে।

৩ উইকেটে ৪৩০ থেকে ৪৭১ রানেই গুটিয়ে যায় ভারত। দিনশেষে ৩ উইকেটে ২০৯ রান তুলেছে ইংল্যান্ড।

দিনের খেলার পর ক্রিকবাজের আলোচনায় কার্তিক তুলে ধরেন পান্তের আউটের সময়ের পরিস্থিতি, 'আমার মনে হয় গিল, করুনের আউটের পর পানি পানের বিরতিতে পান্তকে ধরে খেলার বার্তা দেন গৌতম গম্ভীর। ওই বার্তা দেয়ার পর থেকেই দেখলাম তার খেলার ধরণ বদলে গেল। পরে তিনি আউটও হয়ে গেলেন। যে বার্তা আসলে বুমেরাং হয়েছে।'

হার্শা ভোগলেও মনে করেন কিছু কিছু ব্যাটারকে তার নিজের মতন করেই খেলতে দেওয়া উচিত। পরিস্থিতি যেমনই হোক না কেন পান্ত মারতেই ভালোবাসেন। প্রতি আক্রমণেই তার আনন্দ। সেই আনন্দ কেড়ে নেওয়া হলে তিনিও যেন চুপসে যান।