নির্বাচক প্যানেলে নতুন দুই মুখ: শান্ত ও সালমা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের নির্বাচক প্যানেলে যুক্ত করল নতুন দুই সদস্যকে। পুরুষ দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত, আর ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন।
খেলোয়াড়ি জীবন শেষে বিসিবির বিভিন্ন প্রশাসনিক ও কোচিং দায়িত্ব সামলানো শান্ত এখন থেকে কাজ করবেন বর্তমান দুই নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও আবদুর রাজ্জাকের সঙ্গে। গত ফেব্রুয়ারিতে হান্নান সরকার কোচিং ক্যারিয়ারে মনোযোগ দিতে নির্বাচকের দায়িত্ব ছাড়ার পর থেকে পুরুষ দলের প্যানেলে একটি আসন খালি ছিল।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, 'আপনারা জানেন, পুরুষ দলের নির্বাচক প্যানেলে একটি শূন্যপদ ছিল। সেখানে হাসিবুল হোসেন শান্তকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে তিনি আবদুর রাজ্জাক ও গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে কাজ করবেন।'
তিনি আরও যোগ করেন, 'অন্যদের নামও আলোচনায় ছিল। তবে শান্তকে বেছে নেওয়া হয়েছে তার অভিজ্ঞতার কারণে। জাতীয় দলে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা তাঁকে এই দায়িত্বের জন্য স্বাভাবিক পছন্দে পরিণত করেছে।'
এদিকে নারী ক্রিকেটে অভূতপূর্ব ইতিহাস গড়ে প্রথম নারী নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। তিনি কাজ করবেন বর্তমানে নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে।
এই প্রসঙ্গে মিঠু বলেন, 'আমরা আজ চার-পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে অন্যতম হলো নারী ক্রিকেটে সালমা খাতুনকে নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া। আমি মনে করি, আমাদের সভাপতি একটি বিপ্লবী পদক্ষেপ নিয়েছেন। সালমার মতো অভিজ্ঞ কেউ যুক্ত হওয়ায় নারী ক্রিকেট অবশ্যই উপকৃত হবে।'