বুমরাহ-সিরাজের তোপে প্রথম দিনেই ব্যাকফুটে ওয়েস্ট ইন্ডিজ
পড়তি সময়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ ভারত সফরে গিয়ে নাজেহাল হবে, এমন আঁচও পাওয়া যাচ্ছিলো। প্রথম টেস্টের প্রথম দিনে জাসপ্রিত বুমরাহ আর মোহাম্মদ সিরাজের তোপে গুঁড়িয়ে সেই আভাস আরও স্পষ্ট করেছে তারা। ম্যাচের নাটাই শুরুতেই নিজেদের দিকে নিয়ে নিয়েছে স্বাগতিক দল।
বৃহস্পতিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ১৬২ রানে। ৪২ রানে ৩ উইকেট নেন বুমরাহ, ৪০ রানে ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার সিরাজ। গত রোববার এশিয়া কাপের ফাইনাল মাতানো কুলদীপ যাদব ২৫ রানে পান ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৩৮ ওভারে ২ উইকেটে ১২১ রান তুলেছে ভারত। ৮ উইকেট হাতে নিয়ে স্রেফ ৪১ রানে পিছিয়ে আছে তারা। যশভি জয়সওয়াল ৩৬ করে ফিরে গেলেও ১১৪ বলে ৫৩ রান নিয়ে ক্রিজে আছেন লোকেশ রাহুল। তিনে নেমে সাই সুদর্শন ফেরেন ৭ রান করেন। অধিনায়ক শুভমান গিল ৪২ বলে ১৮ রান নিয়ে খেলছেন।
সকালে ব্যাট করতে গিয়ে শুরুতেই বিপদে পড়ে ক্যারিবিয়ানরা। পঞ্চাশ রানের ভেতর তারা হারিয়ে ফেলে টপ অর্ডারের চার ব্যাটার। বুমরাহ-সিরাজের ঝাঁজের পর মাঝের ওভারে স্পিন ভেল্কি দেখান কুলদীপ ও ওয়াশিংটন সুন্দর। এই দুই স্পিনার মিলে তুলেন আরও ৩ উইকেট। অভিজ্ঞ রবীন্দ্র জাদেজাকে ৩ ওভারের বেশি বলই করতে হয়নি।
জয়সওয়াল-রাহুল মিলে পান দারুণ শুরু। দুই ওপেনার বিচ্ছিন্ন হন ১৯তম ওভারে। দলের ৬৮ রানে জেডন সিলসের বলে ক্যাচ দিয়ে থামেন জয়সওয়াল। সুদর্শন টিকতে পারেন ১৯ বল, তার হন্তারক রোস্টন চেজ। এরপর আর কোন বিপর্যয় নয়, ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন রাহুল-গিল।