৫০ ওভারই স্পিনে: মিরপুরে বিশ্বরেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ
মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে আজ লেখা হলো ওয়ানডে ক্রিকেটের নতুন ইতিহাস। এমন ইতিহাস, যা হয়তো আর কখনো দেখা যায়নি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে পুরো ৫০ ওভারই স্পিনে বোলিং করল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম!
ম্যাচের শুরুটাও ছিল ঐতিহাসিক। প্রথমবার দুই প্রান্ত থেকেই স্পিনার দিয়ে বোলিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। এক প্রান্তে বাঁহাতি স্পিনার আকিল হোসেন, অন্য প্রান্তে অফস্পিন অলরাউন্ডার রোস্টন চেইস। এরপর আক্রমণে আসেন আরও তিন স্পিনার -বাঁহাতি খ্যারি পিয়ের, গুডাকেশ মোতি, আর পার্টটাইম স্পিনার আলিক আথানেজ।
এই পাঁচ স্পিনারই বল করেছেন ১০ ওভার করে। এবং অবিশ্বাস্যভাবে কোনো পেসারকেই আক্রমণে আনা হয়নি। অথচ দলে ছিলেন জাস্টিন গ্রিভস ও শেরফিন রাদারফোর্ডের মতো পেস অলরাউন্ডার। মিরপুরের টার্নিং উইকেটে তাদের প্রয়োজনীয়তাই অনুভব করলেন না অধিনায়ক শেই হোপ। ফলাফল -পুরো ইনিংসে ৩০০ বলই ছোড়া হলো স্পিনে!
এর আগে এক ইনিংসে স্পিনে সর্বোচ্চ ৪৪ ওভার বোলিংয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার দখলে। সেটা তারা করেছে তিনবার। ১৯৯৬, ১৯৯৮ ও ২০০৪ সালে এমন করেছিল দলটি। সেই রেকর্ডকেও ছাড়িয়ে এখন একক আধিপত্য ওয়েস্ট ইন্ডিজের। যা ভাঙা আর কারো পক্ষে সম্ভব নয়, সর্বোচ্চ পাশে বসতে পারে কোনো দল।
বাংলাদেশের মাঠেও আগে সর্বোচ্চ ৪০ ওভার স্পিন হয়েছিল। সেটি করেছিল বাংলাদেশই, ২০০৯ ও ২০১২ সালে। এবার সেই সংখ্যাকে অনেক পেছনে ফেলল ক্যারিবিয়ানরা।
আরও চমক হলো আলিক আথানেজের পারফরম্যান্স। ক্যারিয়ারে আগে মোটে ৪ ওভার বোলিং করা এই ব্যাটিং অলরাউন্ডার আজ যেন রহস্য স্পিনারে রূপ নিলেন। ১০ ওভারে ৩ মেডেনসহ মাত্র ১৪ রান খরচ করে পেয়েছেন দুই উইকেট। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে স্পিনে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ডও এখন তাঁর।
এর আগে এই কৃতিত্ব ছিল পাকিস্তানের মোহাম্মাদ হাফিজের, যিনি ২০১১ সালে মিরপুরেই ১০ ওভারে দিয়েছিলেন ১৫ রান।