চোট কাটিয়ে ফিরলেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া দলে দুটি নতুন মুখ
গত মাসে নেটে বোলিং অনুশীলনের সময় কব্জিতে চোট পেয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তাই ঘরের মাঠে ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে খেলতে পারছেন না অভিজ্ঞ অলরাউন্ডার। তবে অস্ট্রেলিয়ার জন্য সুখবর হলো, দুই দলের আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়া যাবে। শেষ তিনটিতে খেলার জন্য স্কোয়াডে ফিরেছেন বিগ শো খ্যাত তারকা।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন দুজন। তারা হলেন অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস ও পেসার মাহলি বিয়ার্ডম্যান। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেওয়া অজিদের তৃতীয় ও শেষ ম্যাচের দলে আছেন এডওয়ার্ডস। আর ম্যাক্সওয়েলের মতো বিয়ার্ডম্যানও সুযোগ পেয়েছেন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ তিনটি ম্যাচে।
চলতি সিরিজে কোনো ম্যাচ না খেলা মার্নাস লাবুশেনকে ওয়ানডে দল থেকে ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। তার পাশাপাশি জশ হ্যাজলউড ও শন অ্যাবট আগামী মাসে শুরু হতে যাওয়া অ্যাশেজের প্রস্তুতির জন্য ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে অংশ নেবেন। তাই টি-টোয়েন্টি সিরিজের কেবল প্রথম দুটিতে খেলবেন হ্যাজলউড, আর প্রথম তিনটিতে পাওয়া যাবে অ্যাবটকে।
সিডনিতে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও ভারতের তৃতীয় ওয়ানডে। এরপর দুই দলের টি-টোয়েন্টি সিরিজ চলবে ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত।
তৃতীয় ও শেষ ওয়ানডের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জ্যাক এডওয়ার্ডস, ন্যাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপ, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক ও অ্যাডাম জ্যাম্পা।
টি-টোয়েন্টি সিরিজের অস্ট্রেলিয়া দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট (প্রথম ৩ ম্যাচ), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান (শেষ ৩ ম্যাচ), টিম ডেভিড, বেন ডোয়ার্শিস (শেষ ২ ম্যাচ), ন্যাথান এলিস, জশ হ্যাজলউড (প্রথম ২ ম্যাচ), গ্লেন ম্যাক্সওয়েল (শেষ ৩ ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মিচেল ওয়েন, জশ ফিলিপ, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জ্যাম্পা।