বিভাগ হওয়ার ১০ বছর পর জাতীয় লিগে ময়মনসিংহের অভিষেক
দেশের তিন শহরের চার ভেন্যুতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের সংস্করণের ২৭তম আসর শুরু হয়েছে। দুই স্তর বাদ দিয়ে এবার আট দল খেলবে পুরনো চক্রে একই স্তরে। পুরনো চক্রে নতুন দল হিসেবে অভিষেক হয়েছে ময়মনসিংহ বিভাগের।
- বিভাগ হিসেবে আত্মপ্রকাশের ১০ বছর পর ময়মনসিংহ বিভাগ এবার জাতীয় লিগে অভিষেক করল। তাদের অন্তর্ভুক্ত করায় বাদ দেওয়া হয়েছে ঢাকা মেট্রোকে।
- প্রথম দুই রাউন্ডে কুকাবুরা বল ব্যবহার করা হবে, যাতে জাতীয় দলের টেস্ট ক্রিকেটাররা আগামী নভেম্বরের ১১ থেকে ২৩ তারিখ পর্যন্ত সিলেট ও মিরপুরে আয়োজিত আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিতে পারেন। ঐ সিরিজেও কুকাবুরা বল ব্যবহৃত হবে। জাতীয় টেস্ট খেলোয়াড়দের অংশগ্রহণ না থাকা বাকি পাঁচ রাউন্ডে আগের মতোই ডিউক বল ব্যবহার করা হবে।
- অভিজ্ঞ মুশফিকুর রহিম এবার নিজ বিভাগ রাজশাহী ছেড়ে বর্তমান চ্যাম্পিয়ন সিলেট বিভাগের হয়ে খেলবেন। সাম্প্রতিক এনসিএল টি২০ আসরে সিলেটের হয়ে খেলার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে টুর্নামেন্টের সময়সূচি পরিবর্তন হওয়ায় ব্যক্তিগত কারণে তিনি খেলেননি।
- নবাগত ময়মনসিংহ বিভাগ তাদের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে সিলেট বিভাগের, অন্যদিকে ঢাকা বিভাগ খেলছে রংপুর বিভাগের বিপক্ষে সিলেট আউটার স্টেডিয়ামে। প্রথম রাউন্ডের অন্য দুই ম্যাচে খুলনা বিভাগ স্বাগতিক মুখোমুখি হয়েছেবরিশাল বিভাগের বিপক্ষে, আর রাজশাহীতে চট্টগ্রাম বিভাগ মুখোমুখি রাজশাহী বিভাগ।
- প্রতিযোগিতাটি চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত, এবং সব ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে বিসিবির ইউটিউব চ্যানেলে।
- কাগজে-কলমে বরিশাল বিভাগকে সবচেয়ে কম তারকাবহুল দল হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ তাদের দলে কোনো বর্তমান জাতীয় টেস্ট ক্রিকেটার নেই। দলটির নেতৃত্ব দেবেন হোয়াইট-বল দলের বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। একই পরিস্থিতি রংপুর বিভাগের ক্ষেত্রেও প্রযোজ্য—তারা সম্প্রতি টানা দুইবার এনসিএল টি২০ শিরোপা জিতলেও, তাদের মূল দলে কোনো বর্তমান জাতীয় টেস্ট ক্রিকেটার নেই; তবে লিটন দাস, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন রিজার্ভ তালিকায় রয়েছেন।
- অন্যদিকে, কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে সিলেট বিভাগ। দলে রয়েছেন জাতীয় দলের একাধিক ক্রিকেটার—জাকির হাসান, মুশফিকুর রহিম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। পাশাপাশি জাকের আলি, তানজিম সাকিব ও নাসুম আহমেদ রয়েছেন স্ট্যান্ডবাই তালিকায়।
- যদিও এনসিএল টি২০ সংস্করণে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানো হয়েছে, চার দিনের সংস্করণে তেমন কোনো পরিবর্তন আসছে না—আগের মতোই ম্যাচ ফি থাকছে ৮০,০০০ টাকা। তবে দৈনিক ভাতা ৫০০ টাকা বাড়ানো হয়েছে, যা টি২০ সংস্করণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।