ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দুজন খেলোয়াড় ভারতের ইন্দোরে একজন মোটরসাইকেল আরোহীর দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আইসিসি নারী বিশ্বকাপের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলতে সেখানে অবস্থান করছে দলটি।
শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে বলেছে, 'অস্ট্রেলিয়া নারী দলের দুই সদস্যকে ইন্দোরে এক মোটরসাইকেল আরোহী অনুসরণ করেন এবং অনুপযুক্তভাবে স্পর্শ করেন। তখন তারা একটি ক্যাফেতে যাচ্ছিলেন।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, 'দলের নিরাপত্তা কর্মকর্তারা বিষয়টি স্থানীয় পুলিশকে জানিয়েছেন এবং পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে।'
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সকালে, যখন খেলোয়াড়রা ক্যাফের দিকে হেঁটে যাচ্ছিলেন। অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স সেদিন সন্ধ্যায়ই এমআইজি থানায় অভিযোগ দায়ের করেন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, স্থানীয় পুলিশ গতকাল শুক্রবার ওই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার নাম আকিল খান। ভারতীয় দৈনিক দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে।
মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমপিসিএ) জানিয়েছে, এমন ঘটনা দুর্ভাগ্যজনক। পাশাপাশি খেলোয়াড়েরা কীভাবে নিরাপত্তা বলয়ের বাইরে গেলেন, সেটা খতিয়ে দেখা হচ্ছে।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখন পর্যন্ত চলমান ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত রয়েছে। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তালিকার শীর্ষে। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকা।