ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড

By স্পোর্টস ডেস্ক

জ্যাকব ডাফি, ব্লেয়ার টিকনারদের পেসে খাবি খাওয়া ইংল্যান্ড জেমি ওভারটনের ব্যাটে দিতে পারে কিছুটা লড়াইয়ের পুঁজি। রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেলদের দায়িত্বশীল ব্যাটিংয়ে সেই পুঁজি নিয়ে লড়াই জমেনি। আরেকটি সহজ হয়ে সফরকারী দলকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।

ওয়েলিংটনে শনিবার তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে হ্যারি ব্রুকের দল গুটিয়ে যায় ২২২ রানে। ৩২ বল আগে ওই রান পেরিয়েছে কিউইরা। এতে করে ৪২ বছর পর ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশড হলো ইংল্যান্ড।

টস হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড স্যুয়িং-পেসে কাবু হয়ে ৪৪ রানে হারিয়ে বসে ৫ উইকেট। চরম বিপর্যস্ত দলকে এরপর টানেন ওভারটন। ৬২ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ব্র্যাইডন কার্সের ব্যাট থেকে আসে ৩০ বলে ৩৬ রান।

সহজ লক্ষ্য নিউজিল্যান্ডের দুই ওপেনার রাচিন আর ডেভন কনওয়ে মিলে আনেন ৭৮ রান। পরে কিছু উইকেট হারালেও লক্ষ্য তাড়া থেকে চ্যুত হয়নি কিউইরা। রাচিনের ৪৬ রানের পর মিচেল করেন ৪৪ রান। পরের দিকে অধিনায়ক মিচেল স্যান্টনার ২৯ বলে ২৭ করে দলকে জেতার কাছে নিয়ে যান।

শেষ দিকে জ্যাকারি ফোকস (২৪ বলে ১৪) ও ব্লেয়ার টিকনার  (২০ বলে ১৮) মিলে শেষ করে দেন ম্যাচ। ১৮ রান করার আগে বোলিংয়ে ৬৪ রানে ৪ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা টিকনার।