অ্যাশেজের প্রস্তুতি নিতে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে গেলেন হেড

By স্পোর্টস ডেস্ক

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আরও দুই ম্যাচ বাকি। তবে তা থেকে অব্যহতি দেওয়া হয়েছে ওপেনার ট্রেভিস হেডকে। কারণ আসন্ন অ্যাশেজের আগে শেফিল্ড শিল্ডে ম্যাচ খেলে বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন।

বাঁহাতি এই ব্যাটার গত সপ্তাহে মেলবোর্নে অস্ট্রেলিয়ার চার উইকেটের জয়ে ২৮ রান করেছিলেন। তবে রবিবার হোবার্টে তৃতীয় টি–টোয়েন্টিতে চার বল খেলে মাত্র ৬ রান করে আউট হন, আর সেই ম্যাচে স্বাগতিকরা পাঁচ উইকেটে হেরে যায়।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, আগামী সপ্তাহে তাসমানিয়ার বিপক্ষে দক্ষিণ অস্ট্রেলিয়ার শিল্ড ম্যাচে খেলতে পারবেন হেড। অ্যাশেজের প্রথম টেস্ট শুরু হবে পার্থে ২১ নভেম্বর।

টি–টোয়েন্টি সিরিজটি বর্তমানে ১-১ সমতায় রয়েছে। বৃহস্পতিবার গোল্ড কোস্টে হবে চতুর্থ ম্যাচ, এর আগে ক্যানবেরায় প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

এদিকে টেস্টের প্রস্তুতি নিতে টি-টোয়েন্টি স্কোয়াড ছেড়েছেন কুলদীপ যাদবও। ভারতের স্পিনার দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হবেন।