বৃষ্টিতে ভেস্তে গেল অস্ট্রেলিয়ার আশা, সিরিজ ভারতের
সিরিজ হার এড়াতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে জিততেই হতো অস্ট্রেলিয়াকে। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে ভেস্তে গেল তাদের সমতায় ফেরার আশা। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ায় সিরিজ নিজেদের পকেটে ঢোকাল আগে থেকে এগিয়ে থাকা ভারত।
শনিবার ব্রিসবেনে শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ঝড়ের কল্যাণে উড়ন্ত শুরু পায় ভারত। তবে তারা ৪.৫ ওভারে বিনা উইকেটে ৫২ রান তোলার পর নামে অঝোর ধারায় বৃষ্টি। সেকারণে খেলা আর পুনরায় চালুই করা যায়নি। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতল সফরকারীরা।
স্বাগতিক বোলারদের ওপর চড়াও হয়ে বাঁহাতি অভিষেক শর্মা ১৩ বলে একটি করে ছক্কা ও চারে ২৩ ও ডানহাতি শুবমান গিল ১৬ বলে ছয়টি চারে ২৯ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশ সময় দুপুর দুইটা ৩৬ মিনিটে খেলা বন্ধ হয়ে যায়। লম্বা সময় অপেক্ষার পর বাংলাদেশ সময় বিকাল চারটা ৫৬ মিনিটে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘোষণা দেন আম্পায়াররা।
ক্যানবেরায় সিরিজের প্রথম ম্যাচও বৃষ্টিতে ভেসে গিয়েছিল। মেলবোর্নে দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এরপর ঘুরে দাঁড়িয়ে হোবার্ট ও কুইন্সল্যান্ডে পরের দুটি ম্যাচ জিতে সিরিজে উল্টো লিড নেয় ভারত। সেটাই শেষ পর্যন্ত যথেষ্ট হলো সূর্যকুমার যাদবের দলের সিরিজ জয়ের জন্য।
সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার গেছে অভিষেকের ঝুলিতে। পাঁচ ম্যাচে ৪০.৭৫ গড়ে ও ১৬১.৩৮ স্ট্রাইক রেটে একটি ফিফটিসহ ১৬৩ রান করেছেন তিনি। মেলবোর্নে ৩৭ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৬৮ রানের বিস্ফোরক ইনিংস এসেছিল তার ব্যাট থেকে।
এদিন ব্যক্তিগত ১১ রানের মাথায় ভারতের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন অভিষেক। সেজন্য তার লাগল ২৮ ইনিংস। ভারতের জার্সিতে অভিষেকের উপরে আছেন কেবল মহাতারকা বিরাট কোহলি। ২৭ ইনিংসে ১ হাজার রান ছুঁয়েছিলেন এখন শুধু ওয়ানডেতে খেলে যাওয়া কোহলি।
এই নিয়ে ভারতের বিপক্ষে টানা চারটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হারল অস্ট্রেলিয়া। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় সবশেষ সফরে তিন ম্যাচের সিরিজেও ২-১ ব্যবধানে জিতেছিল ভারত।