এক রেকর্ডে দ্রুততম অভিষেক, আরেক রেকর্ডে দ্বিতীয় দ্রুততম

By স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার  রানের মাইলফলক থেকে ১১ রান দূরে ছিলেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টির চতুর্থ ওভারে ন্যাথান এলিসের বলে ডাবল নিয়ে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে গেলেন তিনি। এতে একটি রেকর্ডে দ্রুততম হওয়ার পাশাপাশি আরেকটি রেকর্ডে দ্বিতীয় দ্রুততম হলেন ভারতের তরুণ বাঁহাতি ব্যাটার।

এই সংস্করণের ক্রিকেটে পূর্ণ সদস্য দলগুলোর ক্রিকেটারদের মধ্যে বলের হিসাবে দ্রুততম এক হাজার রানের রেকর্ড এখন অভিষেকের। তিনি ভেঙে দিয়েছেন জাতীয় দলের সতীর্থ সূর্যকুমার যাদবের কীর্তি। এক হাজার রানের জন্য অভিষেকের লেগেছে মাত্র ৫২৮ বল। আর ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমারকে খেলতে হয়েছিল ৫৭৩ বল। এই তালিকায় তিন নম্বরে থাকা ইংল্যান্ডের ফিল্ট সল্ট ৫৯৯ বলে ছুঁয়েছিলেন এক হাজার রান। এছাড়া, বাকি সবার লেগেছে ছয়শর বেশি বল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রান স্পর্শ করতে ২৫ বছর বয়সী অভিষেককে খেলতে হয়েছে ২৮ ইনিংস। ভারতের জার্সিতে তার উপরে আছেন কেবল মহাতারকা বিরাট কোহলি। ২৭ ইনিংস লেগেছিল এখন শুধু ওয়ানডেতে খেলে যাওয়া কোহলির। আর সব দল মিলিয়ে অভিষেকের চেয়ে কম ইনিংসে এই সংস্করণে এক হাজার রান করেছেন আটজন।

শনিবার ব্রিসবেনে বৃষ্টিতে ভেসে গেছে দুই দলের পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি। ফলে আগে থেকে এগিয়ে থাকা ভারত সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। টস হেরে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার অভিষেক ও শুবমান গিলের ঝড়ে উড়ন্ত সূচনা পায় তারা। তবে সফরকারীরা ৪.৫ ওভারে বিনা উইকেটে ৫২ রান তোলার পর নামে বৃষ্টি। সেকারণে খেলা আর পুনরায় চালুই করা যায়নি।

শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হন আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটার অভিষেক। তিনি ১৩ বলে একটি করে ছক্কা ও চারে ২৩ রানে অপরাজিত থাকেন। এর মাঝে দুবার তার ক্যাচ হাতছাড়া করে স্বাগতিকরা। প্রথমবার ফেলেন গ্লেন ম্যাক্সওয়েল, পরেরবার বেন ডোয়ার্শিস। আরেক ওপেনার গিল ১৬ বলে ছয়টি চারে ২৯ রানে অপরাজিত রয়ে যান।

সদ্যসমাপ্ত সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারও গেছে অভিষেকের ঝুলিতে। পাঁচ ম্যাচে ৪০.৭৫ গড়ে ও ১৬১.৩৮ স্ট্রাইক রেটে একটি ফিফটিসহ ১৬৩ রান করেছেন তিনি। মেলবোর্নে ৩৭ বলে আটটি চার ও দুটি ছক্কায় ৬৮ রানের বিস্ফোরক ইনিংস এসেছিল তার ব্যাট থেকে।

গত বছরের জুলাইয়ে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন অভিষেক। এই সংস্করণে ৩৭.৪৮ গড় ও অতিমানবীয় ১৮৯.৫১ স্ট্রাইক রেটে তার নামের পাশে এখন রয়েছে এক হাজার ১২ রান। দুটি সেঞ্চুরির সঙ্গে ছয়টি ফিফটি করেছেন তিনি।