স্রেফ ৬ সেকেন্ডেই গোল করে বিশ্বরেকর্ড!
কিক-অফের পর বল জালে প্রবেশ করতে সময় লাগল স্রেফ ছয় সেকেন্ড! আন্তর্জাতিক ফুটবলে এত কম সময়ে গোল আগে কখনও হয়নি। নতুন এই বিশ্বরেকর্ড গড়লেন ক্রিস্টফ বমগার্টনার।
শনিবার রাতে প্রীতি ম্যাচে ব্রাতিস্লাভায় স্বাগতিক স্লোভাকিয়াকে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। তাদের ২৪ বছর বয়সী মিডফিল্ডার বমগার্টনার ষষ্ঠ সেকেন্ডেই নিশানা ভেদ করেন। শেষদিকে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেয়াস ওয়েইম্যান।
খেলা শুরুর বাঁশি বাজার পরপর সতীর্থের কাছ থেকে বল পান বমগার্টনার। জার্মান ক্লাব আরবি লাইপজিগে খেলা এই ফুটবলার প্রতিপক্ষের তিনজনের চ্যালেঞ্জ এড়িয়ে সোজা পৌঁছে যান ডি-বক্সে কাছাকাছি। তারপর ২৫ গজ দূর থেকে ডান পায়ের নিচু শটে কাঁপান জাল।
Austria's Christoph Baumgartner- 6 seconds
— CentreGoals. (@centregoals) March 23, 2024
Germany's Florian Wirtz- 7 seconds
TWO of the fastest goals in men's international football HISTORY have been scored today!
[@CBSSportsGolazo] pic.twitter.com/XbIggbqVvp
আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম গোলের আগের কীর্তি ছিল জার্মানির লুকাস পোডলস্কির। তিনি ২০১৩ সালে প্রীতি ম্যাচেই ইকুয়েডরের বিপক্ষে গোল করতে সাত সেকেন্ড লেগেছিল তার। ১১ বছরের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে গেল।
ম্যাচের পর গণমাধ্যমের কাছে বমগার্টনার নিজের অনুভূতি প্রকাশ করেন এভাবে, 'অবশ্যই এটা দারুণ ব্যাপার। আমি ভীষণ খুশি। যেভাবে আমি শটটা নিয়েছি... এটা অবশ্যই রোমাঞ্চকর কিছু।'
২০২০ সালে অস্ট্রিয়া জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় বমগার্টনারের। এখন পর্যন্ত তিনি খেলেছেন ৩৫ ম্যাচ। তার নামের পাশে রয়েছে ১২ গোল। আর চলতি মৌসুমে লাইপজিগের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২ ম্যাচে ৪ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি।