৫৪ শটকে পেছনে ফেলে টাইব্রেকারে ৫৬ শটের বিশ্বরেকর্ড
দুই দলের জন্য নির্ধারিত পাঁচটি করে শট শেষ হয়ে গেল। টাইব্রেকার গড়াল সাডেন ডেথে। এরপর যেন অনন্তকাল ধরে চলতে লাগল একটির পর একটি শট নেওয়া! শেষমেশ ম্যাচের ফল আসার জন্য সব মিলিয়ে নিতে হলো ৫৬টি স্পট-কিক।
টাইব্রেকারে সবচেয়ে বেশি শট নেওয়ার বিশ্বরেকর্ড গত সোমবার হয়েছে ইসরায়েলের তৃতীয় বিভাগ ফুটবল লিগে। এসসি দিমোনা ও শিমশন তেলআবিবের মধ্যকার ম্যারাথন লড়াইটি ছিল দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হওয়ার জন্য প্লে-অফ পর্বের সেমিফাইনাল।
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও আলাদা করা যায়নি দুই ক্লাবকে। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। এরপর দীর্ঘ টাইব্রেকারে ২৩-২২ ব্যবধানে জয় নিশ্চিত করে দিমোনা। খেলা শেষ হতে লেগে যায় তিন ঘণ্টার বেশি সময়।
টাইব্রেকারে সবশেষ শটটি নেন তেল আবিবের গোলরক্ষক। সেটা ঠেকিয়ে দেন গোলপোস্টের নিচে দাঁড়ানো দিমোনার গোলরক্ষক গ্যাল ন্যাভন। এতে ঘরের মাঠে হওয়া ম্যাচে শেষ হাসি হাসে দিমোনা।
স্বীকৃত ফুটবলে টাইব্রেকারে সবচেয়ে বেশি শটের আগের রেকর্ডটি হয়েছিল ইংল্যান্ডে। ২০২২ সালের মার্চে আর্নেস্ট আর্মস্ট্রং মেমোরিয়াল কাপের প্রথম রাউন্ডের ম্যাচে সব মিলিয়ে ৫৪ শট নিয়েছিল বেডলিংটন ও ওয়াশিংটন। সেখানে ২৫-২৪ ব্যবধানে জিতেছিল ওয়াশিংটন।