মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টের আমন্ত্রণ পেল বাংলাদেশ

By ক্রীড়া প্রতিবেদক

মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএএম) হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত একটি চার জাতি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। আগামী জুন-জুলাইয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৯৫০ সালে প্রতিষ্ঠিত মালদ্বীপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি তাদের ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নিয়েছে। মালদ্বীপের পাশাপাশি বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে এফএএম।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কা ইতিমধ্যে এই টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়ে সম্মতি জানিয়েছে। এছাড়া ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এফএএম-এর হীরক জয়ন্তী উৎসবের লোগো উন্মোচন করেছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, চলতি মাসেই তারা মালদ্বীপের কাছ থেকে আমন্ত্রণপত্র পেয়েছেন। তবে অংশগ্রহণের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গত বছর শ্রীলঙ্কায় একটি আমন্ত্রিত টুর্নামেন্টে অংশগ্রহণের কথা ছিল বাংলাদেশের, তবে শেষ পর্যন্ত সেই আসরটি মাঠে গড়ায়নি।

আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার একটি সম্ভাব্য সূচি রয়েছে। আঞ্চলিক ফুটবলের শ্রেষ্ঠত্বের সেই আসরের প্রস্তুতি হিসেবে বাফুফে জাতীয় দলকে মালদ্বীপে পাঠানোর বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।