অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড প্রাইজমানি

By স্পোর্টস ডেস্ক

চলতি মাসের অস্ট্রেলিয়ান ওপেনে খেলোয়াড়দের জন্য থাকছে ইতিহাসের অন্যতম বড় প্রাইজমানি। মঙ্গলবার আয়োজকরা ঘোষণা করেছে, এবছর টুর্নামেন্টের মোট প্রাইজমানি ১৬ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১১১.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ১শ' কোটি টাকা (প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার)।

বছরের প্রথম গ্র্যান্ড স্লামের পুরুষ ও নারী এককের শিরোপাজয়ীরা এবার প্রত্যেকে পাবেন ৪.১৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। বাংলাদেশি টাকায় এই অঙ্ক দাঁড়ায় প্রায় ৩০০ কোটি টাকা, যা গত বছরের ৩.৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

শুধু চ্যাম্পিয়নরাই নন, প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়দের জন্যও থাকছে বড় অঙ্কের পুরস্কার। প্রথম রাউন্ডে বিদায় নিলেও একজন খেলোয়াড় পাবেন ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। এমনকি বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকেই যারা ছিটকে যাবেন, তারাও পাবেন ৪০ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।

টুর্নামেন্ট ডিরেক্টর ক্রেইগ টাইলে জানিয়েছেন, এই প্রাইজমানি বৃদ্ধির পেছনে টেনিস অস্ট্রেলিয়ার স্পষ্ট লক্ষ্য রয়েছে, সব স্তরের খেলোয়াড়দের পেশাদার ক্যারিয়ারকে টেকসই করা। টাইলে বলেন, '২০২৩ সাল থেকে বাছাইপর্বের প্রাইজমানি ৫৫ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের নানা সুযোগ–সুবিধাও উন্নত করা হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই, পেশাদার টেনিস যেন সব প্রতিযোগীর জন্যই টেকসই হয়।'

'সব স্তরের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর মাধ্যমে আমরা প্রতিভার ভাণ্ডার আরও গভীর করছি এবং দর্শকদের জন্য তৈরি করছি আরও আকর্ষণীয় গল্প,' যোগ করেন তিনি। 

১৮ জানুয়ারি মেলবোর্ন পার্কে শুরু হতে যাচ্ছে এবারের অস্ট্রেলিয়ান ওপেন। পুরুষ এককে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ান্নিক সিনার এবং নারী এককে শিরোপা ধরে রাখার মিশনে নামবেন ম্যাডিসন কিস।