হেরেও বৃষ্টিভেজা উল্লাসে টাইগাররা

By স্পোর্টস ডেস্ক

বৃষ্টিতে ভিজে গিয়েছিল মাঠ, ভিজেছিল জামা-কাপড়ও। কিন্তু তাতে কি? মিরপুরে সিরিজ জয়ের আনন্দ ছিল এতটাই গভীর যে, ৭৪ রানের হারও বাধা হতে পারেনি টাইগারদের উল্লাসে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেওয়ার পর বৃহস্পতিবার শেষ ম্যাচের পর বৃষ্টির মাঝেই হাসিমুখে উদযাপন করেন বাংলাদেশের ক্রিকেটাররা।

শেষ ম্যাচে বড় ব্যবধানে হারলেও আগের দুটি জয়ে সিরিজ নিশ্চিত হয়ে গিয়েছিল আগে থেকেই। তাই ভেজা মাঠে দাঁড়িয়ে, বৃষ্টির ফোঁটার মতোই ঝরে পড়া হতাশার মাঝে উঁকি দিচ্ছিল এক চিলতে তৃপ্তির হাসি—জয়ের হাসি।

ছবি: ফিরোজ আহমেদ।

605595722_1510758723748896_5216201613546429481_n.jpg

manik-mia0.2_0.jpg

manik-mia04_0.jpg

peoles_0.jpg

_0h8fs2u.jpeg

how_dhaka_always_shows_a_way_1.jpg

খালেদা জিয়া.jpg

koran.jpg

UAE Snow

jabal.jpg

trougina.jpg