‘কানতারা’ কি ওভারহাইপড সিনেমা

By স্টার মুভি রিভিউ

সম্প্রতি মুক্তি পাওয়া কন্নড় সিনেমা 'কানতারা'। চিত্রনাট্য ও পরিচালনায় আছেন রিশাভ শেট্টি। সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করেছেন তিনি।

১৮৪৭, ১৯৭০ ও ১৯৯০—এই ৩ টাইমলাইনে এগিয়েছে এই সিনেমার গল্প।

এক বিত্তশালী রাজার শান্তি খোঁজা থেকে শুরু হয়ে এই গল্প এসে শেষ হয় মানুষ ও প্রকৃতির লড়াইয়ে।

১৬ কোটি রুপি বাজেটের এই সিনেমা এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৪০০ কোটি রুপি। কেজিএফের পর আর কোনো কন্নড় সিনেমা নিয়ে এত বেশি আলোচনা হয়নি।

সিনেমা হিসেবে খুব একটা আহামরি না হলেও, কন্নড় সিনেমা শিল্পের বাজার সম্প্রসারণে 'কানতারা' নিঃসন্দেহে উল্লেখযোগ্য সংযোজন।