পেন্টাগনকে পেছনে ফেলে সবচেয়ে বড় অফিস ভবন ভারতের সুরাট ডায়মন্ড বুর্স

By স্টার নিউজবাইটস

বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন বলতে এতদিন সবাই জানত পেন্টাগনকে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে বিশাল এলাকা জুড়ে বিস্তৃত আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের এই অফিস।

তবে পেন্টাগন এবার এই তকমা হারাচ্ছে। ভারতে গড়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় অফিস, যার নাম সুরাট ডায়মন্ড বুর্স।