অগ্নিকাণ্ডের ৩ দিন পরও বেইলি রোডে শোক

By স্টার নিউজবাইটস

বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডের পর তিনদিন পেরিয়েছে। ভবনটি ঘিরে আজও স্বজন হারানো মানুষের শোকের মাতম চলছে।

ফেনী থেকে বেইলি রোডে এসেছেন সুন্দর রাণী রায়। বলছিলেন, সর্বশেষ কী কথা হয়েছিল তার বৌদি ও সন্তানদের সঙ্গে।