ঈদের আগের দিনে রাজধানীর কোথাও ভিড় কোথাও ফাঁকা

By স্টার নিউজবাইটস

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছেন লাখো মানুষ। রাজধানী হয়ে গেছে বেশ ফাঁকা। চিরচেনা হট্টগোল কমে গেছে। যানজট, দূষণসহ শহরের নানা যন্ত্রণা কিছুটা প্রশমিত।

এ অবস্থাতেও বেশ কিছু জায়গায় দেখা গেছে ভিড়, যা মূলত শপিংমল কেন্দ্রিক। ঈদ আমেজের ঢাকার কিছু দৃশ্য থাকছে স্টার নিউজ বাইটসে।