নতুন অধ্যাদেশ নিয়ে প্রশাসনের কর্মচারীদের এত ক্ষোভ কেন?

By স্টার এক্সপ্লেইন্স

গত কয়েক দিন ধরে সচিবালয় ঘিরে চলছে উত্তেজনা। অন্তর্বর্তী সরকারের দেওয়া 'সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫' প্রত্যাহারের দাবিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা আন্দোলন করছেন।

অন্যদিকে সংস্কার উদ্যোগের বিরুদ্ধে থাকা আমলাদের অপসারণের দাবিতে গতকাল সচিবালয়ের সামনে গণসমাবেশ করেছে 'জুলাই বিপ্লবী ছাত্র-জনতা'। কিন্তু প্রশ্ন হলো—সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে কর্মচারীদের আপত্তি কোথায়? কী আছে এই আইনে? এই অধ্যাদেশের প্রেক্ষাপটই বা কী? জানবো আজকের স্টার এক্সপ্লেইন্সে।