শিক্ষা উপদেষ্টার অনুরোধেও অনড় অনশনরত কুয়েট শিক্ষার্থীরা

By নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আজ বুধবার ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি শিক্ষার্থীদের বারবার অনুরোধ করলেও ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আজ সকাল ৯টা ৪৫ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত শিক্ষা উপদেষ্টা কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাশে ছিলেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের বলেন, তাদের দাবি মেনে নেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে একটা কমিটি গঠন করা হয়েছে। অতি শিগগির কমিটি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে।

তিনি বলেন, 'তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, কারণ তা আদালতে টেকে না।'

শিক্ষার্থীরা বলেন, 'আমরা দুইমাস ধরে আন্দোলন করে আসছি। কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। আমরা এই বিষয়ে আর সময় দিতে চাই না। আমরা লাশ হয়ে গেলেও ভিসির পদত্যাগ ছাড়া অনশন ভাঙব না।'

আলোচনার পর সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস ছাড়েন শিক্ষা উপদেষ্টা।

উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবিতে গত সোমবার বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা অনশন শুরু করেন। সেদিন ৩২ জন শিক্ষার্থী অনশন শুরু করলে ইতোমধ্যে ৫ জন অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়েছেন।

আজ সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, অনশনস্থলে শিক্ষার্থীদের মাথায় পানি ঢালা হচ্ছে, কেউ মাথায় জলপট্টি দিয়ে শুয়ে আছেন। স্টুডেন্টস ওয়েলফেয়ার সেন্টারের সামনে সারিবদ্ধভাবে তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।