জকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

By স্টার অনলাইন রিপোর্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে।

সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত। ক্যাম্পাসের ৩৯টি কেন্দ্রে স্থাপিত ১৭৮টি বুথে ভোটগ্রহণ চলছে। 

বিশ্ববিদ্যালয়ের একমাত্র নারী হল সংসদের নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হচ্ছে।

ক্যাম্পাসের ভেতরে এবং আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ভেতরে রোভার স্কাউটস ও বিএনসিসি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল ইউনিয়ন নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৪৫ শিক্ষার্থী।

জকসু নির্বাচনে ২১টি পদের জন্য ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর হল ইউনিয়নের ১৩টি পদের জন্য ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

হলের শিক্ষার্থীরা হল সংসদ  এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের জন্য আলাদাভাবে ভোট দেবেন।

ভোটগ্রহণ শেষে ছয়টি গণনা মেশিন ব্যবহার করে ব্যালট গণনা করা হবে। কেন্দ্রীয় মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে, ভোট গণনা এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে।

জকসু নির্বাচন মূলত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর জরুরি সিন্ডিকেট সভায় তা স্থগিত করা হয়। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন পরে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করে।