স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/স্টার
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তারা এই অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব মোড় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
ছবি: প্রবীর দাশ/স্টার
সরকারি সাত কলেজ হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
ছবি: প্রবীর দাশ/স্টার
ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, সায়েন্সল্যাব মোড়ে রাজধানীর বিভিন্ন কলেজের বহু সংখ্যক শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে জড়ো হয়েছেন। এসময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
Image
Tags আইপিএল
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পুংলি এলাকা থেকে সকাল ৮টায় তোলা ছবি। ছবি: স্টার