এলডিসি উত্তরণের পরও ইইউকে বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার আহ্বান

By স্টার বিজনেস রিপোর্ট

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হওয়ার পরও বাংলাদেশে বাণিজ্য সুবিধা অব্যাহত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ রোববার সরকারি বাসভবনের অফিস কক্ষে ইইউর বিদায়ী রাষ্ট্রদূত রেনসে টেরিঙ্কের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘ দিন ধরে বাংলাদেশকে বাণিজ্য সুবিধা দিয়ে আসছে। এ জন্য বাংলাদেশ কৃতজ্ঞ। আগামী ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পরও বাংলাদেশে বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে বলে আশা করছি। বিশ্ব বাণিজ্য সংস্থায় বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশনের পর আগামী ১২ বছর এলডিসিভুক্ত দেশগুলোর বাণিজ্য সুবিধা পাওয়ার চেষ্টা করছে। এ ছাড়া, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পরে রপ্তানি বাণিজ্যে সুবিধা আদায় ও সমোঝতার ক্ষেত্রে দক্ষতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রয়োজন।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে টেরিঙ্ক বলেন, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। বাংলাদেশকে দেওয়া ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য সুবিধা অব্যাহত থাকবে।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের পোশাক শিল্প বিগত যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি নিরাপদ ও কর্মবান্ধব। কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। এখন কারখানার মালিক ও শ্রমিকরা খুশি।

এ সময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমকর্তারা উপস্থিত ছিলেন।