ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে: সাড়ে ৯ হাজার কোটি টাকা ঋণ দেবে চীন

By স্টার অনলাইন রিপোর্ট 

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জন্য ১,১২৬ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার বা ৯ হাজার ৪৭২ কোটি ৭২ লাখ টাকা ঋণ দেবে চীন।

আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সেতু বিভাগের অধীনে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে চীনা এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের মধ্যে ঋণ চুক্তি সই হয়েছে। প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিটের (পিবিসি) আওতায় চীন এ টাকা দেবে।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও চীনা এক্সিম ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ঝাং তিয়ানকিন এ চুক্তিতে সই করেন।

চুক্তিতে বার্ষিক সুদের হার ২ শতাংশ ধরা হয়েছে। ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২০ বছর মেয়াদী শর্তে চীনা এক্সিম ব্যাংক এ টাকা দেবে।

প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে ৩০টি জেলার সংযোগকারী  আবদুল্লাহপুর-আশুলিয়া-বাইপাইল-চন্দ্রা করিডোরের যানজট অনেকখানি কমে যাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।