বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট জিতল দেশি স্টার্টআপ ‘ওপেন রিফ্যাক্টরি’
বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট-২০২১ প্রতিযোগিতায় ৮৫ লাখ টাকার বেশি জিতে নিয়েছে বাংলাদেশি তরুণদের স্টার্টআপ 'ওপেন রিফ্যাক্টরি'।
স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রামিংয়ের ভুল শনাক্ত ও সংশোধন করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকারী এ স্টার্টআপ গতকাল শনিবার এ পুরস্কার জেতে।
গতকাল বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এ প্রতিযাগিতার ফিনালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশ-বিদেশের ৩৬টি স্টার্টআপকে মোট ৩ দশমিক ৬০ কোটি টাকা দেওয়া হয়।
তরুণ উদ্যোক্তা ও স্টার্টআপকে অনুপ্রাণিত করতে আইসিটি বিভাগের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি প্রজেক্ট (আইডিয়া) এ অনুষ্ঠানের আয়োজন করে।
১৪২টি দেশে পরিচালিত এ ক্যাম্পেইনের প্রাথমিক পর্যায়ে বাংলাদেশসহ ৫৭টি দেশের ৭ হাজারেরও বেশি স্টার্টআপ ও উদ্ভাবক অংশ নেয়।
অনলাইন বুট ক্যাম্পে গ্রুমিং সেশন এবং রিয়েলিটি টিভি শোর পরে ৪৬টি স্টার্টআপ ফাইনালে জায়গা করে নেয়। এগুলোর মধ্যে ২৬টি স্থানীয়, ১০টি আন্তর্জাতিক এবং ১০টি আইডিয়া প্রজেক্টের স্টার্টআপ।
স্টার্টআপ ধারণা, সম্ভাব্যতা, ব্যবসা, প্রযুক্তি, অর্থ ও বাস্তবায়ন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, 'বর্তমান বাজেটে তরুণ উদ্ভাবকদের সহায়তার জন্য সরকার ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। আজকের তরুণ উদ্ভাবকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।'
অর্থ কোনো চ্যালেঞ্জ নয় উল্লেখ করে তিনি বলেন, 'চ্যালেঞ্জকে সম্ভাবনায় পরিণত করে আমরা সঠিক পথে এগিয়ে যাব।'
অর্থমন্ত্রী বলেন, '২০১০ সালে দেশে স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে ওঠতে শুরু করে। বর্তমানে দেশে ২ হাজার ৫০০টিরও বেশি স্টার্টআপ রয়েছে। এগুলোতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ১ দশমিক ৫ মিলিয়নেরও বেশি লোকের কর্মসংস্থান হয়েছে।'
আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'আইসিটি খাতের রপ্তানি আয় ১ বিলিয়নের বেশি। আমরা ২০২৫ সালের মধ্যে রপ্তানি আয় ৫ বিলিয়ন করার এবং ৩ মিলিয়ন মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করছি।'
শিগগির একটি স্টার্টআপ নীতি প্রণয়ন করা হবে বলে জানান তিনি।
এ সময় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক মো. আব্দুল মান্নান এবং আইডিয়া প্রজেক্ট পরিচালক মো. আব্দুর রকিব উপস্থিত ছিলেন।
অনুবাদ করেছেন জারীন তাসনিম