বিদ্যুৎ বিতরণ খাতে বিশ্বব্যাংকের ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন

By স্টার অনলাইন রিপোর্ট

বিশ্বব্যাংক বাংলাদেশে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ, আধুনিকায়ন এবং টেকসই রূপান্তরে সহায়তা করতে ৫০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে। এর মাধ্যমে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রায় চার কোটি মানুষ উন্নত বিদ্যুৎ সেবা পাবে।

এর মাধ্যমে ৩১ হাজার কিলোমিটার বিতরণ লাইন, ১৫৭টি বিতরণ সাবস্টেশন ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন করা হবে। এছাড়া ২৫টি পল্লী বিদ্যুৎ সমিতির অবকাঠামো জলবায়ু সহিষ্ণু করার কাজে এই অর্থ ব্যয় হবে।

বিশ্ব ব্যাংক আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বাংলাদেশে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যান্ডান চেন বলেছেন, 'গত দশকে, বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা চারগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং জনসংখ্যার ৯৯ ভাগের বেশি মানুষ বিদ্যুৎ সংযোগ পেয়েছে। কিন্তু বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিদ্যুৎ উৎপাদনের উল্লেখযোগ্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি।'

'বিশ্বব্যাংকের এই প্রোগ্রাম বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্কের আধুনিকায়ন ও জলবায়ু সহিষ্ণু করতে সহায়তা করবে, যা একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ ব্যবস্থার জন্য অপরিহার্য।'

এই ঋণ বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে এসেছে যার পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছর মেয়াদ। ক্লিন টেকনোলজি ফান্ড থেকে এতে দেড় কোটি ডলার অনুদান অন্তর্ভুক্ত আছে।