সর্বোচ্চ ভ্যাটদাতা ৯ প্রতিষ্ঠানের নাম প্রকাশ রাজস্ব বোর্ডের
২০১৯-২০ অর্থবছরের জাতীয় পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেওয়া ৯ প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এছাড়া, জেলা পর্যায়ের সর্বোচ্চ ভ্যাট দেওয়া ১০২টি প্রতিষ্ঠানের নামও ঘোষণা করা হয়েছে।
এনবিআরের ২টি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, আগামী ১০ ডিসেম্বর জাতীয়ভাবে শীর্ষ ৯টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হবে।
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ভ্যাট দাতাদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে আশা করা হচ্ছে।
৩ খাতে দেশের শীর্ষ ৯ ভ্যাটদাতা প্রতিষ্ঠান হলো-উৎপাদন খাতে এরিস্টোফার্মা, স্কয়ার টয়লেট্রিজ ও রংপুরের মায়া বিড়ি; ব্যবসায় খাতে খুলনার এস এম মটরস, সিলেটের এমকো বাজাজ ইন্টারন্যাশনাল ও ঢাকার ম্যাবস ইউনিয়ন মটরস এবং সেবা খাতে ইডটকো বাংলাদেশ, গ্রে অ্যাডভারটাইজিং ও গাজীপুর রবার্ট বস লিমিটেড।