সয়াবিন তেলের আমদানি পর্যায়েও ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত
সয়াবিন তেলের আমদানি পর্যায়েও ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, খুব শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
তিনি আরও জানান, পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত পাম তেল ও পরিশোধিত পাম তেলসহ অন্যান্যের আমদানি পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত মূল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপন জারি করা হবে এবং তা আগামী ৩০ জুন পর্যন্ত বলবত থাকবে বলেও জানান তিনি।