৩৮০ বেসরকারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টন চাল আমদানির অনুমতি
ছবি: সংগৃহীত
দেশের ৩৮০টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টন চাল আমদানি করার অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
সম্প্রতি এই অনুমোদন দেওয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন।
তিনি বলেন, 'অনুমোদন দেওয়ার পর ৩০ জুন থেকে গতকাল পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো মিলে ৩ হাজার ৬৫০ টন চাল আমদানি করেছে। এখন পর্যন্ত ৩ লাখ ৯৫ হাজার ৩৬০ টন চালের জন্য এলসি খোলা আছে।'