এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষেধ: ডিএমপি

By স্টার অনলাইন রিপোর্ট

এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে কেন্দ্র এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আজ শুক্রবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।

আগামী রোববার থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে পরিবেশষ নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।