বরিশালে সেশন চার্জ মওকুফের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
বরিশালে অনার্স ও উচ্চমাধ্যমিকের ফরম পূরণে সেশন চার্জ মওকুফের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
আজ সোমবার সকালে সরকারি মহিলা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা বরিশাল সদরের সড়ক অবরোধ করে সকাল এগারোটা থেকে দুপুর একটা তাদ পর্যন্ত এ বিক্ষোভ করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন ছিল।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, করোনাকালে ক্লাস না হলেও তাদের কাছে সেশন চার্জ ধরেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এই সেশন চার্জ তারা কোনোভাবেই নিতে পারে না।
তাদের সেশন চার্জ মওকুফের দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা।
সরকারি মহিলা কলেজের বিক্ষুব্ধ এক শিক্ষার্থী জানান, আমরা অনার্স ফার্স্ট ইয়ারের দুই হাজার থেকে দুই হাজার পাঁচশ টাকার সেশন চার্জ পুরো মওকুফের দাবি জানাই।
বরিশাল সিটি কলেজের আন্দোলনরত উচ্চমাধ্যমিকের এক শিক্ষার্থী জানান, তাদের ফরম পূরণে পনের হাজার টাকার বেশি চার্জ ধরা হয়েছে- যা তাদের জন্য দেওয়া অসম্ভব।
বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ সুজিৎ হাওলাদার জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা গভর্নিং বডি অনুমোদনের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ধার্য হয়েছে। এখানে আমাদের কিছুই করার নেই। শিক্ষার্থীদের দাবি অমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে দেব।