শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নিলে স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট

শিক্ষামন্ত্রী দীপু মনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শিক্ষার্থীদের ভর্তির সময় অতিরিক্ত ফি আদায় করলে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে লটারি আয়োজন অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

ভর্তি প্রক্রিয়ায় লবিং ও ভর্তি কোচিং বাণিজ্য বন্ধ করতে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী ভর্তিতে এই লটারির ব্যবস্থা করা হয়েছে।

বেসরকারি স্কুলগুলোর লটারি আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

দীপু মনি বলেন, 'অনেক স্কুল কর্তৃপক্ষ ভর্তির সময় অতিরিক্ত ফি আদায়ের চেষ্টা করে বলে অভিযোগ আছে। আমরা যদি এমন অভিযোগ পাই এবং তা যদি হয়, তবে আমরা সে সব স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেব।'

তিনি আরও বলেন, 'অনেক অভিভাবক তাদের সন্তানদের নামীদামী স্কুলে ভর্তির জন্য অসুস্থ প্রতিযোগিতায় মেতে ওঠেন। এতে শিক্ষার্থীদের মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হয়।'

'এমনকি অনেকে তাদের সন্তানদের স্কুলে ভর্তি করাতে অনৈতিক পথ বেছে নিতেও দ্বিধা করেন না,' যোগ করেন তিনি।

লটারি পদ্ধতিতে ভর্তির ব্যবস্থায় এ ধরনের চর্চা কমে আসবে বলে জানান তিনি।

সারাদেশের ৪০৫টি সরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণির জন্য ৬০ হাজার ১৬টি শূন্য আসনের বিপরীতে এ বছর মোট ৫ লাখ ৩৬ হাজার ১৫৩ জন প্রার্থী ভর্তি ফরম সংগ্রহ করেছেন।