স্কুল-কলেজে সপ্তাহে এক দিন ক্লাস নেওয়ার কথা ভাবা হচ্ছে: নওফেল

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্কুল-কলেজ খুলে দেওয়ার পরে সপ্তাহে এক দিন করে সশরীরে ক্লাস নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

আজ শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা এটা চিন্তা করছি। স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে এক দিন করে সশরীরে ক্লাস নেওয়া হবে। তবে এখনো বিষয়টি চূড়ান্ত কিছু নয়। এই সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা কীভাবে নেওয়া যেতে পারে সে বিষয়ে আমরা কাজ করছি।