স্কুল খোলার আগে ক্যাম্পাস পরিষ্কার করুন: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট

যে কোনো সময় স্কুল খুললে যেন শিক্ষা কার্যক্রম চালানো যায়, সেজন্য স্কুলের ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন করতে বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

আজ মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পঞ্চম শ্রেণীর প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং অন্যান্য ক্লাসের সমাপনী পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, 'যে কোনো সময় স্কুল খুলতে পারি, তখন যেন আমরা শিক্ষা কার্যক্রম চালাতে পারি। শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা যা কিছু লাগে, পড়ালেখার পরিবেশ যেন থাকে সেটা আমরা দেখছি।'

স্কুল খোলার বিষয়ে তিনি জানান, উচ্চ পর্যায়ের নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্কুল খোলা হবে না। এ ক্ষেত্রে, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও স্বাস্থ্য মন্ত্রণালয় সবার পরামর্শ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, যদি করোনা পরিস্থিতি অস্বাভাবিক থাকে, তাহলে সরকার গত বছরের মতো সিদ্ধান্ত নিতে পারে।

সেক্ষেত্রে, শিক্ষার্থীদের বাড়ির কাজের ওয়ার্কশীট মূল্যায়ন করে তাদের মান যাচাই করা হবে বলে জানান তিনি।