২৫ নভেম্বর থেকে মাধ্যমিক স্কুলে ভর্তির ফর্ম বিতরণ
২৫ নভেম্বর থেকে সারা দেশের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তি ফর্ম বিতরণ শুরু হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একজন পরিচালক জানান, 'ভর্তিচ্ছুরা ৮ ডিসেম্বর পর্যন্ত ফর্ম সংগ্রহ ও জমা দিতে পারবে। শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় ফিস জমা দিতে হবে।'
শিক্ষার্থীরা ১টি ফর্মে সর্বোচ্চ ৫টি স্কুলের নাম নির্বাচন করতে পারবে। প্রতিটি ফর্মের দাম ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আসন্ন শিক্ষাবছরে কেন্দ্রীয় লটারির মাধ্যমে সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
তিনি দ্য ডেইলি স্টারকে আরও জানান, সরকারি স্কুলের লটারি ১৫ ডিসেম্বর এবং বেসরকারি স্কুলের লটারি ১৯ ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে মাউশির পরিচালক (মাধ্যমিক) বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা ইতোমধ্যে ভর্তি ফর্ম বিতরণ ও জমা দেওয়ার দিনটি ঘোষণা করেছেন।
তিনি জানান, মাউশি আজ মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সব সরকারি ও বেসরকারি স্কুলে কতগুলো আসন খালি আছে, সে সংক্রান্ত তথ্য হালনাগাদ করতে। এ কাজের জন্য ১৭ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, সরকারি মাধ্যমিক স্কুলের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা ১৮ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে পারবে এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি চলবে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
অপরদিকে, বেসরকারি স্কুলের শিক্ষার্থীরা ২১ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে পারবে, এবং অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীরা ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে ভর্তি হতে পারবে।