টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইলে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।
আজ শুক্রবার সকাল ৮টায় মির্জাপুরের জামুর্কিতে ও সাড়ে ৮টায় ঘাটাইলের কদমতলী এলাকায় দুর্ঘটনা ২টি ঘটে।
মির্জাপুরে নিহত ২ জন হলেন—নাটোর জেলার হাফিজুর (৩৫) ও তার চাচাত ভাই আরিফুল ইসলাম (৩৬)। কদমতলীতে নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।
গোড়াই হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, ঈদ উদযাপন করতে ২ ভাই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। সেসময় তাদের মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার জামুর্কি এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই হাফিজুরের মৃত্যু হয়। আহত অবস্থায় আরিফুলকে হাসপাতালে নেওয়ার পর তারও মৃত্যু হয়।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) ডেইলি স্টারকে জানান, কদমতলীতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।