দিনাজপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২

By নিজস্ব সংবাদাতা, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের ধাক্কায় ২ ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার চম্পাতলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ড্রাইভারপাড়া গ্রামের আমিন ইসলাম (৪৮) এবং আলোকডিহি গ্রামের মাধব মালি সানু (৪৫)। আহত মেরিনা বেগম (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দশমাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ আ.ন.ম মাসুদ জানান, বিকেল ৫টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার চম্পাতলি এলাকায় একটি বালু বোঝাই ট্রাক ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ভ্যানের ২ যাত্রী আমিন ইসলাম ও মাধব মালি সানু নিহত হন। আহত মেরিনা বেগমকে উদ্ধার করে স্থানীয়রা রামেক হাসপাতালে নিয়ে যায়।