দিনাজপুরে বাস খাদে পড়ে নিহত ২ আহত ১৬
ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা বাসটি খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত
রংপুর-দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার ব্যাংক কালী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এন এম মাসুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি: কংকন কর্মকার/স্টার
তিনি জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে ঢাকা ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ব্যাংক কালী এলাকায় আসার পর একটি কালভার্ট পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
বাসের আহত ১৮ যাত্রীকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ২ জনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
নিহতদের মধ্যে আব্দুর রহিম (৩০) পঞ্চগড়ের বাসিন্দা বলে জানা গেছে। নিহত অপরজন ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।