বগুড়ায় প্রাইভেটকার-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

By নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার কাহালু উপজেলায় প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ক্যালারপুকুর এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আম্বার হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, নিহত ব্যক্তিরা সবাই প্রাইভেটকারের যাত্রী। দুর্ঘটনায় আহত প্রাইভেটকারের আরও ২ যাত্রী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

bogura_accident2_16jul22.jpg
ছবি: সংগৃহীত

তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ থেকে বগুড়াগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হন। আহত দুজনকে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে যান। গাড়ি দুটি জব্দ করা হয়েছে, তবে পিকআপ ভ্যানের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান (৩৫) নামে এক যাত্রী মারা গেছেন বলে জানিয়েছেন মেডিকেল ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লালন হোসেন।

তিনি বলেন, দুর্ঘটনায় আহত শাকিল (২০) নামে আরেক যাত্রী চিকিৎসাধীন। নিহত ও আহতদের বাড়ি নওগাঁর ধামইরহাট উপজেলায়। তারা ৫ জন চিকিৎসা নিতে বগুড়ায় আসছিলেন।