বগুড়ায় ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবলীগ কর্মীর মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, বগুড়া

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক খুঁটিতে দলের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলা শহরের বিকেল বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মনির শেখ (২৪) ধুনটের উত্তর সাহা পাড়ার হাবিবুর রহমানের ছেলে। রাত আড়াইটার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সড়ে ১২টার দিকে ব্যানার টাঙাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান বলে জানান পুলিশের উপ-পরিদর্শক সাম্মাক হোসেন।

আগামী শুক্রবার শেরপুরে পৌর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারেকুল ইসলাম তারেক বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা স্বীকার করলেও মনির যুবলীগ কর্মী নন বলে দাবি করেন। তবে স্থানীয়রা তাকে যুবলীগ কর্মী হিসাবেই চিনেন বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ওসি সেলিম রেজা বলেন, এই বিষয়ে বগুড়া সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান।