মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে গাছের সঙ্গে ধাক্কা, ১ জনের মৃত্যু

By নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাওন হালদার (৩৫) না‌মে একজন মৃত্যু হ‌য়ে‌ছে। আজ বৃহস্প‌তিবার সকাল ৭টার দি‌কে উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘটে।

শাওনের বাড়ি বা‌গেরহাটের কচুয়া উপ‌জেলার উত্তর মু‌দিয়া গ্রামে। তার বাবার নাম সুনীল হালদার।

ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে থানার সহকারী উপপরিদর্শক গৌতম কুমার জানান, শাওন নামে ওই ব্যক্তি মোটরসাই‌কেলে তার বাড়ি থে‌কে ঢাকায় যা‌চ্ছি‌লেন। পোনা এলাকায় এসএস পে‌ট্রোল পা‌ম্পের সাম‌নে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ফেলেন। সড়‌কের পা‌শে
গা‌ছের সঙ্গে ধাক্কা লা‌গলে তিনি গুরুতর জখম হন। তার মাথায় আঘাত লাগে। ঘটনাস্থলে সে সময় উপস্থিত ব্যক্তিরা তা‌কে কা‌শিয়ানী হাসপাতা‌লে নি‌য়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।