যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় আ. লীগ নেতা নিহত

By নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোরের বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টো কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাতে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভুট্টো বসুন্দিয়া ইউনিয়নের জয়ন্তা গ্রামের মৃত আব্দুল বারিক সরদারের ছেলে ও বসুন্দিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমান ও পুলিশ দ্য ডেইলি স্টারকে জানান, গতরাত সাড়ে ১০টায় জুলফিকার আলী ভুট্টো ব্যবসার প্রয়োজনে মোটরসাইকেলে বাড়ি থেকে অভয়নগরের নওয়াপাড়া যাচ্ছিলেন। যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছানো মাত্র পিছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান (ঢাকা-মেট্রো-হ-১৩-১১২১) তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ভুট্টোকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।'