রংপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

By নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল সোমবার রাত ১১টার দিকে মিঠাপুকুর উপজেলার মিঠাপুকুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, শফিক ও ইমন। তারা ২ জনই শিক্ষার্থী বলে জানা গেছে। তাদের বাড়ি একই উপজেলার তিলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে।

স্থানীয়রা জানান, তালিমগঞ্জ বাজার এলাকায় সংযোগ রাস্তা দিয়ে মোটরসাইকেলে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, 'ঘটনাস্থলে নিহত ২ জনই শিক্ষার্থী। তাদের বয়স ২০-২২ বছর। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি আটকের চেষ্টা চলছে।'