রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১
রাজবাড়ী সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় রহিম গাজী (৩৬) নামে একজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া মুন্সীপাড়া এলাকায় আহলাদীপুর-বাগমারা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রহিম গাজীর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া গ্রামে। তার বাবার নাম হারুন গাজী। তিনি নছিমন চালিয়ে বালু নিয়ে বাগমারা থেকে মাটিপাড়ার দিকে যাচ্ছিলেন। মুন্সীপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স আবদুল্লাহ আল মামুন বলেন, ওই ব্যক্তি মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।